উন্নত প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদেরকে দক্ষ করে গড়ে তুলতে হবে – এমপি আলতাফ
গাবতলী (বগুড়া) থেকে আতাউর রহমানঃ বগুড়া-৭আসনের সংসদ সদস্য এ্যাড. মুহাম্মাদ আলতাফ আলী বলেছেন, উন্নত প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদেরকে হস্তশিল্পে দক্ষ করে গড়ে তুলতে হবে। তবেই মহিলারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে এবং সংসারে ফিরে আনতে পারবে স্বচ্ছলতা। গতকাল বগুড়া গাবতলীর উনচুরখী দক্ষিণপাড়ায় গাবতলী মহিলা সমবায় সমিতি লিঃ এর এটু আই এর আওতায় পাইলোটিং কার্যক্রম পরিদর্শন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা সমবায় কর্মকর্তা সাবিহা আফরুজের সভাপতিত্বে এবং গাবতলী মহিলা সমবায় সমিতি লিঃ এর উদ্যোক্তা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোহনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন গাবতলী মহিলা সমবায় সমিতি লিঃ সদস্য সোমা আক্তার, সেলিনা আক্তার, শারমিন বেগম প্রমূখ।